মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫

নারী তোমাকে ভালবেসে




নারী
তোমাকে ভালবেসে
হলাম সন্নাসী
আপন ইচ্ছায় গলায় পরলাম
প্রেমের ফাঁসি
নারী
তোমাকে ভালবেসে
ছাড়লাম ঘর বাড়ী
সব ছেড়ে আজ হলাম
পথের ভিখারী
নারী
তোমাকে ভালবেসে
হয়েছি ঘৃনার পাত্র
পাইনি ভালবাসা
পেয়েছি দীক্ষা মাত্র
নারী
তোমাকে ভালবেসে
হারিয়েছি আপজন
তবুওআমি পাইনি
তোমার মন
নারী
তোমাকে ভালবেসে
পেলাম শুধু কষ্ট আর কষ্ট
জীবনটা আমার হয়ে
গেল নষ্ট
নারী
তোমাকে ভালবেসে
দিয়েছি মন প্রাণ
তারপরও পাইনি কিছু
করেছো অপমান
নারী
তোমাকে ভালবেসে
করেছি কত কিছু
তুমি নারী আজ
ছেড়েছো আমার পিছু
নারী
তোমাকে ভালবেসে
পেয়েছি মিথ্যে
আশ্বাস
আর তাই আমি কোন
নারীকে করবোনা
বিশ্বাস
২৫/৮/০১৫

শনিবার, ২২ আগস্ট, ২০১৫

প্রথম প্রেম


আমার প্রথম প্রেম
শেষেও যেন থাক
তোমার মনে আমার জন্য
একটু জায়গা রাখ
হৃদয় মাঝে আছো তুমি
থেকো আজীবন
তোমাকে নিয়ে আমি
ভাবি সারাক্ষণ
তোমাকে স্বপ্নে দেখে
কাটাই সারা রাত
একিপথে চলছি দুজন
হাতে রেখে হাত
সকাল হয় সুন্দর
ভেবে তোমাকে
সারাদিন একটু মনে
রেখো আমাকে
রোদ বৃষ্টর মাঝেও
তোমাকে পাশে রাখি
তুমি যে আমার
প্রথম প্রেমের পাখি
ইতি তোমার
mdaynal 22/8/015

শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫

শিকল বাবা

 শিকল বাবা নাই তোমার তোলনা ছত্রিশ  বছর থাকবা তুমি শিকল লহিয়া   আঠাইশ বছর পার করেছো  সামনে আছে আট   শুভেচ্ছা  রইল











আকাশ

 আ

মঙ্গলবার, ১৬ জুন, ২০১৫

ময়না পাখী ২পব্

♥♥♥কবিতা♥♥মেয়ের নাম মতিজান ২পড়ে কোরাআন সুন্দর স্বভাব
চলন হাটন দেখলে সতীত্বরই ভাব
মতিজান আসে বাড়ী ২তাড়াতাড়ি বেলা বারোটায়
রোদের তাপে অস্তির হয়ে দাঁড়ায় গাছতলায়
মেয়েটি দেখতে পেল ২খাঁচায় ছিল সেই যে ময়না পাখী
পাশেএকটি লোক দাঁড়ানো জলে ভরা আঁখি
পাখী করুন সুরে২বলে তবে শুনেন আম্মাজান
খাবার কিছু দিয়া মোদের রক্ষা করেন প্রাণ
আছি অনাহারে২ তিনদিন ধরে এই টাউনে ঘুরি
পিতা আমার চাকুরী খুজে পেলনা চাকুরী
মেয়েটি তাই শুনিয়া ২বাড়ী গিয়ে মায়ের কাছে কয়
ময়না পাখী খেতে মাগো আমার কাছে চায়
যদি খোরাক বিনে ২প্রাণে মরে ঐ বিদেশী ছেলে
খোদার কাছে পাপী হইব বুঝে দেখ দ্বেলে
মেয়ের মুখের বাণী২মা জননী শুনে তখন কয়
ছেলেটিকে ডেকে আন আমাদের আওলায়
মায়ের বাক্য শ্রবণ করে২ কিছু পরে বিবি মতিজান
কাশেম আলীকে ডেকে এনে বসতে দেয় বিছানায়
বসায় বৈঠক খানায় ২ দেখতে পায় চেহারায়
ভাবে মনে মনে২উহার সনে মেয়ে বিয়ে দিব
বিয়ে দিয়ে জামাই নিয়ে বাড়ীতে রাখিব
তখন কাশেম ধীরে ধীরে করে জিঙাসন
বিদেশেতে তুমি বাবা এলে কি কারণ
কথা বলে যখন২ এল তখন মতিজানের পিতা
নামটি তাহার ওসমান গণি শুনেন যত শ্রোতা
তিনি অতি ধনী২মানে মানি করেন যে কারবার
বড় মহাজন বলিয়া নামটি আছিল তাহার
গিন্নি বলিতেছে ২ স্বামীর কাছে শুনেন প্রাণনাথ
তিনদিন হইল ঐ ছেলেটির পেটে নাইকো ভাত